25 C
Kolkata
November 2, 2025
কলকাতা

স্কুলের ছাদে বৃষ্টির জল সংগ্রহ করে পাইপ দিয়ে পাঠানো হবে ভূগর্ভে, নয়া উদ্যোগ গোসাবায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ

গোসাবায় সারাবছরই জল সংকট দেখা দেয়। তবে গরম পড়লে তা ভীষণ আকার ধারণ করে। তারফলে ওখানকার গ্রামবাসীদের প্রচন্ড জল সঙ্কটের মুখে পড়তে হয়। এছাড়া এই দ্বীপাঞ্চলে নোনা জলের সমস্যায় জেরবার গ্রামবাসীরা। যাতে করে গোসবার গ্রামবাসীদের জন্য প্রতিকূলতা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যায়, সেইজন্য এই নয়া উদ্দ্যোগ গোসাবায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ।

Related posts

Leave a Comment