সংবাদ কলকাতা: দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করা অভিনেতা ও ইয়ং-সু যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে তাকে আটক না করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
ইয়ং সু দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় অভিনেতা। গত বছর নেটফ্লিক্সের স্কুইড গেমের মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন তিনি। অর্থাৎ গোল্ডেন গ্লোব পুরস্কার পান।
৭৮ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে ২০১৭ সালে একজন মহিলাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, পুলিসের কাছে এক তরুণী অভিযোগ করেন, ২০১৭ সালে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন ইয়ং-সু। তদন্ত শুরু হলেও ২০২১ সালে সেই মামলা খারিজ হয়ে যায়। ২০২২ সালে ওই তরুণীর অনুরোধে ফের শুরু হয় তদন্ত। এবার আদালত ইয়ংকে দোষী সাব্যস্ত করেছে।
‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়ং-সু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি শুধু তার হাত ধরেছিলাম আমাকে লেকের চারপাশের পথ দেখানোর জন্য ।’
যদিও ইয়ং-সু অভিনীত একটি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করেছে সিওল প্রশাসন।
previous post
next post