April 9, 2025
কলকাতা

স্কলারশিপের টাকা হাতাতে বলাগড়ে স্কুলের পোর্টাল হ্যাক

প্রিয়াশ্রী খাঙ্গার, সংবাদ কলকাতা: এবার বলাগড়ে স্কুলের স্কলারশিপের টাকা হাতাতে পোর্টাল হ্যাক করল সাইবার দুর্বৃত্তরা। একদল ছাত্রের নাম ঢুকিয়ে দেওয়া হল র্পোটালে। এই ঘটনার জেরে ভীষণ চাঞ্চল্য ছড়িয়েছে ওই স্কুলে। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের জিরাট কলোনি হাইস্কুলে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ দেখে, ১০ জন ভুয়ো শিক্ষার্থীর নাম হঠাৎই যুক্ত হয়েছে বাংলা পোর্টালে। আর তা দেখেই চক্ষু চড়কগাছ স্কুল কর্তৃপক্ষের।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলাগড় থানা এবং তার পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে। কে বা কারা হ্যাক করল পোর্টাল? তাদের উদ্দেশ্য কী? এই সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই হ্যাকিং-এর পিছনে কোনও বড় মাথা যুক্ত আছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

বিদ্যালয় সূত্রে খবর, প্রতিটি স্কুলের পোর্টাল খোলার নিজস্ব পাসওয়ার্ড থাকে। জিরাট কলোনি স্কুলের দাবি, কেউই পাসওয়ার্ড বদলায়নি। কিন্তু হঠাৎই বুধবার ১০ জন বাড়তি শিক্ষার্থীর নাম পোর্টালে যুক্ত হওয়ার কারণে সন্দেহ তৈরি হয়। পাশাপাশি, এটাকে ছাত্রদের সরকারি স্কলারশিপের টাকা হাতানোর নতুন ফন্দি বলেই মনে করছেন অনেকে। কারণ, পোর্টালে নাম ঢুকলেই তৈরি হয় নতুন আইডি। আর সেই আইডি অনুযায়ী স্কলারশিপের টাকা দেওয়া হয় পড়ুয়াদের ব্যাংক একাউন্টে।

Related posts

Leave a Comment