সোমালিয়ায় দুটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জন নিহত। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন মানুষ। তাদের অবস্থা সংকট জনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মৃতেরসংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি হামলার ফলে এই ভয়ংকর বিস্ফোরণ হয়। শহরের শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জোড়া গাড়িতে বিস্ফোরণ ঘটায় আল শাবাব নামে জঙ্গি গোষ্ঠী। শনিবার মহিলা, শিশু ও সাধারণ নাগরিককে হত্যার উদ্দেশ্যে দুটি গাড়িতে বিস্ফোরক মজুত করে জঙ্গিরা। এই ঘটনায় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃত ও জখমদের প্রতি ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি জঙ্গি গোষ্ঠী আল সাবাবের প্রতি কড়া পদক্ষেপের হুসিয়ারি দিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট। উল্লেখ্য, শনিবার দুপুর নাগাদ প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানোর পর জখম ও মৃতদের উদ্ধার করতে গেলে ফের আরও একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় আল সাবাব জঙ্গিরা। এরপর তারা ববন্দুক নিয়ে হামলা চালায়। সেসময় নিরাপত্তা রক্ষিদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। নিরাপত্তা রক্ষিরা গুলি করে সব জঙ্গিকে ক্ষতম করে। প্রথম বিস্ফোরণের পর খবর সংগ্রহ করতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণে এক সাংবাদিকের ও মৃত্যু হয়। এদিকে ভারত সরকার মোগাদিসুর এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন। ভারতের বিদেশন্ত্রক জানিয়েছে ” আমরা আক্রান্তদের পরিবারকে আন্তরিক ভাবে সমবেদনা জানায় এবং এই জোড়া বিস্ফোরণে যারা জখম হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”