23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

সোনা পাচার চক্রের মূল চক্রি গ্রেফতার

সোনা পাচার চক্রের মূল চক্রী গ্রেফতার। গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।দপ্তর সূত্রে জানা গিয়েছে,ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা।ধৃত ব্যক্তির বাড়ি ময়নাগুড়ির দেবী নগরের মিলপাড়ার বাসিন্দা। গত ২২অক্টোবর জলপাইগুড়ি ২৭নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১৯টি সোনার বিস্কুট।যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৭২লক্ষ ৫৭হাজার ৯৬৬টাকা।এর পর ধৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সাথে জড়িত থাকা সাপ্লাইয়ার হরেকৃষ্ণ সাহার নাম।এর পর অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি।অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে দপ্তর।এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা।

Related posts

Leave a Comment