27 C
Kolkata
November 1, 2025
খেলা

সোনালী ট্রফিকে সন্তান স্নেহে আগলে রেখেছেন মেসি

সংবাদ কলকাতা: মেসির স্বপ্ন ছিল সোনালী ট্রফি জয়ের। কিন্তু সেই স্বপ্ন এতদিন পর্যন্ত অধরা ছিল। অবশেষে সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। স্বপ্নের রেস যেন কাটছে না মেসির। সব সময় বিশ্বকাপ ট্রফিটিকে নিজের বুকে আগলে রেখেছেন সন্তানের মত করে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে।

মেসিকে দেখা যাচ্ছে, ঘুমোনোর সময়ও ট্রফি বুকে আগলে রেখে ঘুমাতে যাচ্ছেন, কফি খাচ্ছেন, তাও বুকে আগলে ধরেছেন ট্রফিটিকে। একেবারে সন্তান স্নেহে নিজের কাছে আগলে রেখেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি।

Related posts

Leave a Comment