25 C
Kolkata
November 1, 2025
দেশ

সোনারপুর স্টেশন কে অমৃত ভারত স্টেশন উদ্ভোদনে মোদী

সোনারপুর স্টেশন কে অমৃত ভারত স্টেশন করার জন্য উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোনারপুর স্টেশন কে রি মডেলিং করার জন্য ৮ কোটি ১০ লক্ষ টাকা অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী।ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদর দাস মোদি সোমবার সারা ভারতের ৫৫৪ টি স্টেশন বিশ্ব মানে রেলওয়ে স্টেশন হিসাবে গড়ে তোলার পরিকল্পনা ভার্চুয়াল রিমোটের মাধ্যমে উদ্বোধন করেন। তার মধ্যে ১৫৮৫টি রোড ওভারব্রিজ এবং আন্ডার পাশ পুন বিকাশের জন্য ভিত্তিক প্রস্তর স্থাপন করেন। পশ্চিমবাংলা মোট ৯৮টি স্টেশন বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। মোট খরচ ধরা হয়েছে ১৩,৮১০ কোটি টাকা। তারমধ্যে শিয়ালদহ সেকশনে ৮টি স্টেশন আছে। বনগাঁ জংশনের জন্য ২৯.৫৪ কোটি টাকা বারাসাতের জন্য ২৮.৮৩ কোটি টাকা দমদম জংশন এর জন্য ৭.৯৮ কোটি টাকা গেদের জন্য ১৮.৫ কোটি টাকা কল্যাণীর জন্য ৭. ৮৫ কোটি টাকা মধ্যমগ্রামের জন্য ১৩, ২৭ কোটি টাকা নৈহাটি জংশনের জন্য ৭ ,৮৫ টাকা সোনারপুর জংশনের জন্য ৮.১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। সাউথ সেকশনের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর আধিকারিক বিকাশ কুমারের সঙ্গে কথা বলে জানা যায় সোনারপুরে কাজ খুব শিগগিরই হবে। কয়েক মাসের মধ্যেই তার শেষ হবে। স্টেশনে থাকবে যাত্রীদের জন্য এয়ারকন্ডিশন ওয়েটিং রুম, একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে গেলে এস্কেলেটর করা হবে, সেইসঙ্গে স্টেশন চত্বরে পরিষ্কার রাখার জন্য যেসব কাজ করতে হয় তা করতে হবে। সোনারপুর স্টেশন কে আরো উন্নত মানের করার জন্যই এই ব্যবস্থা। সোনারপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রীতি কণা গোস্বামীর পদ্মশ্রী মাহমুদ কাজী আক্তার সব বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোট কন্ট্রোলে সাহায্যে উদ্বোধন শুরু হওয়ার আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয় ।

Related posts

Leave a Comment