32 C
Kolkata
April 19, 2025
দেশ

‘সেফ জোনে’ ইজরায়েলি হানায় মৃত গাজার তিন শিশু সহ ১১

file pic

গাজার শরণার্থী শিবিরকেও বাদ দিল না ইজরায়েল। ইজরায়েলের প্রাণঘাতী হামলায় নতুন বছরে দক্ষিণ গাজার সেফ জোনে মৃত্যু হয়েছে ১১ জনের।  আল জাজিরা সূত্রে খবর, সেফ জোনে  ইজরায়েলি ডিফেন্স ফোর্সে (আইডিএফ)-এর হামলায় প্রাণ হারিয়েছে মহিলা ও শিশু-সহ অন্তত ১১ জন। আহতও বেশ কয়েকজন। বোমাবর্ষণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্যাম্পগুলো। সেখানেই শেষ সম্বল হাতড়ে বেরাচ্ছেন আশ্রয়হীন প্যালেস্তিনীয়রা।

এবারেও মিশরের কায়রোতে আলোচনায় বসেছিল হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। তা সত্ত্বেও লড়াই যে এখনই থামছে না তা ফের একবার স্পষ্ট হয়ে গেল এই ঘটনায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার আল মাওয়াসি এলাকা যেখানে বেশ কয়েকটি শরণার্থী শিবির রয়েছে সেখানে বোমাবর্ষণ শুরু করে ইজরায়েলি সেনা। সেখানে বেশ কয়েকটি শরণার্থী শিবিরে রয়েছে। হামাস জঙ্গিদের খোঁজে সেখানে হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন শিশু, দুই মহিলা-সহ ১১ জনের। হাসপাতালে চিকিৎসাধীন ১৫। প্রবল ঠান্ডায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শরণার্থী শিবিরে আঘাত হানায় জিনিসপত্র সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে। শীতের হাত থেকে বাঁচতে জামাকাপড়ও নেই সেখানকার প্যালেস্তিনীয়দের। ইজরায়েল তরফে দাবি করা হচ্ছে যে জায়গাগুলিকে ‘সেফ জোন’ বা শরণার্থী শিবির বলে দাবি করছে গাজা, আসলে সেগুলি জেহাদিদের ডেরা। তাই সেখানে আক্রমণ করা হচ্ছে। এক বছর পূর্ণ হয়ে গিয়েছে গাজা যুদ্ধের। হামাস নিধনে গোটা গাজার নানাপ্রান্ত গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল।
অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তাঁরা নানা সন্ত্রাসী কাজকর্ম করছে, সেনার উপর হামলা চালাচ্ছে। ছবি ও ভিডিও প্রকাশ করে এই অভিযোগের সাপেক্ষে যুক্তিও দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছে কাতার, মিশর, সৌদি আরবের মতো দেশ। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি নিয়ে চুক্তি করতে কয়েকধাপ এগিয়েছে হামাস ও ইজরায়েল। দু’পক্ষের আলোচনায় মিলেছে সবুজ সংকেত। গাজা যুদ্ধে ইজরায়েলের পাশে থাকলেও যুদ্ধবিরতির বৈঠকে নিয়মিত যোগ দিচ্ছে আমেরিকা।

Related posts

Leave a Comment