November 1, 2025
কলকাতা

সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গ্রেপ্তার মূল অভিযুক্ত

সংবাদ কলকাতা: প্রথমে তাঁকে আটক করে। পরে অভিযুক্ত কাজি সাদেক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজি সাদেক হোসেন। ঘটনার পর শোরগোল শুরু হতেই তিনি বেপাত্তা হয়ে যান। পরে তাঁকে যাদবপুর থানার তরফ থেকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। ফোনও সুইচ অফ ছিল তাঁর।

অবশেষে তাঁকে প্রথমে আটক করে পুলিশ। তারপর গ্রেফতার করে। বন্দর বা পোর্ট এলাকা থেকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ কর্মীরা। তাঁকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল থানায়। একবার CRPC-এর ৪১এ-তে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। তারপর আজও তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তাতেও তিনি যাদবপুর থানায় আসেননি।

পুলিশ অধিকারিকরা গোপন সূত্রের খবর পান, এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক বা জেনারেল সেক্রেটারি কাজি সাদেক হোসেন বন্দর বা পোর্ট এলাকায় রয়েছেন। সেই খবর পেয়ে পুলিশ আধিকারিকরা হানা দেয় সেখানে। সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে যাদবপুর থানায় নিয়ে আসা হয়। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতা দেখিয়ে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার কাজি সাদেক হোসেনকে আগামীকাল কলকাতার আলিপুর আদালতে পেশ করা হবে। মূলত পুলিশি হেফাজতের আবেদন করা হবে।

প্রসঙ্গত, সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা এসেছিলেন কিছুদিন আগে! এই সংক্রান্ত বিষয়ে গতকাল যাদবপুর থানার পুলিশ আধিকারিকদের তরফ থেকে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করা হয়েছিল। এই বিষয়ে গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ আর্টসকে তলব করেছিল যাদবপুর থানার পুলিশ। পাশাপাশি, গ্রেপ্তার হওয়া এশিয়ান হিউম্যান রাইট সোশ্যাইটি সংস্থার এই সম্পাদক কাজি সাদেক হোসেনকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। কার অনুমতিতে সেনাবাহিনীর পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে, তা জানতে তলব করা হয়েছিল।

উল্লেখ্য, যে সংস্থার প্রতিনিধি হিসাবে জনা ২০ যুবক যুবতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেই সংস্থার প্রধানকে জিজ্ঞাসাবাদ না করতে পেরে গ্রেপ্তার করা হয়। সেনা বাহিনীর পোশাক পরে তাঁরা কীভাবে অরবিন্দ ভবনের কাছে পৌঁছলেন? কার অনুমতি ছিল তাতে? সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

Related posts

Leave a Comment