নতুন দিল্লি: চেনা ছকের বাইরে গিয়ে নজির গড়তে চলেছেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের মেয়ে ইশিতা শুক্লা। তিনি বাবার মতো অভিনয় জগতে পা রাখছেন না। আবার রাজনীতিতেও নামছেন না। তাহলে তিনি কী করতে চলেছেন? ক্যরিয়ার হিসেবে এমন কোন পেশা আছে, যা একজন সেলিব্রিটি পরিবারের কন্যা গ্রহণ করতে পারেন?
জানা গিয়েছে, ইশিতা শুক্লা হাঁটছেন সম্পূর্ণ অন্য পথে। তিনি দেশসেবায় ব্রতী হতে চান। দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করে দিতে চান। সেনাবাহিনীতে যোগদান করছেন তিনি। সেজন্য প্রথম পদক্ষেপ হিসেবে ‘অগ্নিবীর’ প্রকল্পকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। তাঁর এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়ার সদস্যরা। তাঁরা ঈশিতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে তাঁকে উৎসাহ জুগিয়েছেন। আবার অনেক যুবক যুবতী তাঁর সিদ্ধান্তে অনুপ্রাণিত। তাঁরাও ঈশিতার মতো দেশের সুরক্ষায় ব্রতী হতে চান।
উল্লেখ্য, ২১ বছরের ঈশিতা একজন এনসিসি ক্যাডেট। ছোট থেকেই যুদ্ধবিদ্যার প্রতি তাঁর অবাধ আকর্ষণ। সেজন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যে তাঁর প্রশিক্ষণও শেষ হয়েছে। গত ২৬ জানুয়ারী (২০২৩) প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন তিনি। রবি কিষাণ ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন।
তিনি লেখেন, ‘আমার সাহসী মেয়ে ঈশিতা শুক্লা গত ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করছে। দেশের সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈশিতা দিল্লি অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট। এই তীব্র ঠাণ্ডা ও কুয়াশার মধ্যেও প্রশিক্ষণ নিচ্ছে এবং কর্তব্য পালন করছে। বাবা হিসাবে আমি গর্বিত।’