হায়দরাবাদ, ১৭ মার্চ: গতকাল সেকেন্দ্রাবাদের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের মৃত্যু। মৃতদের মধ্যে চারজন মহিলা। মৃতদের সকলের বয়স ২২-এর কাছাকাছি। তাঁদের মধ্যে অনেকেই শপিং মলের সেলসম্যান বা কর্মী বলে অনুমান করা হচ্ছে। আগুনে ভস্মীভূত হয়েছে একাধিক দোকান। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সেকেন্দ্রাবাদের স্বপ্নলোক কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আগুনে আটকে পড়েন বেশ কয়েকজন ব্যক্তি।
অবশেষে ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেজন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে মৃতদের এখনও নাম, ঠিকানা জানা যায়নি। তাঁদের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে তাঁদের সবাই খাম্মাম ও ওয়ারাঙ্গল এলাকার বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
প্রসঙ্গত প্রথমে ওই শপিং কমপ্লেক্সের আটতলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লাগে। পরে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। ওই সময় শপিং কমপ্লেক্সের ভিতর কর্মী ও ক্রেতা মিলিয়ে অনেকেই আটকে পড়েন। দমকল কর্মীরা তাঁদের মধ্যে থেকে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিখোঁজ আরও বেশ কয়েকজন।
previous post