21 C
Kolkata
December 26, 2024
কলকাতা

সৃষ্টির ডান্স একাডেমি’ ১৩ জন বিধুষী নারীকে সম্মানিত করলেন।

সল্টলেকর বুকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সৃষ্টির ডান্স একাডেমি’র ২০ বছরের পূর্তি উপলক্ষে আয়োজন করলো ‘ওমেন্স এচিভার অ্যাওয়ার্ড ২০২৪। ‘সৃষ্টি ডান্স একাডেমি’র কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলির উদ্যোগে এই অনুষ্ঠান। যে সব নারী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পেশাদারি জীবনে অদম্য সাহসের অধিকারী তেমন ১৩ জন বিধুষী নারীকে ‘সৃষ্টির ডান্স একাডেমি’ সম্মান দিয়েছেন। সৃষ্টি ডান্স একাডেমি’ ‘বোন ফোঁটা’ ‘ভিন্ন রূপে দুর্গা’ ‘মাতৃ রূপেন সংস্থিতা’র মত বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন।এই অনুষ্ঠানটি অরগানাইজড এন্ড প্রেজেন্ট করেছেন ইন্দ্রানী গাঙ্গুলী ও তনুজা চৌধুরী।

Related posts

Leave a Comment