December 27, 2024
খেলা দেশ

সূর্যোদয়ের দেশকে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

কাতার, ৬ ডিসেম্বর: টাইব্রেকারে সূর্যোদয়ের দেশকে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া। চোখের জলে মাঠ ছাড়লেন জাপানের ফুটবলাররা। এই টাইব্রেকারে হ্যাটট্রিক সেভ করে চলতি বিশ্বকাপের হিরো ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ।

সোমবার জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচে ১২০ মিনিট ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এই সময় স্কোর লাইন ১-১। ফলে চলতি কাপের প্রথম নক আউট ম্যাচ গড়াল টাইব্রেকারে। এদিন আল জানাউব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ক্রোয়েশিয়া।

ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ফ্রান্স।

Related posts

Leave a Comment