21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

সুবিচার চেয়ে গণনার দিনেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

সংবাদ কলকাতা: মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের গণনার মাঝেই হাইকোর্টে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে জমা দিলেন পঞ্চায়েত ভোটের অভিযোগনামা। ইতিমধ্যেই ভোটে সন্ত্রাসের বলি হয়েছেন ৪৩ জন। এছাড়াও আহত হয়ে চিকিৎসারত আছেন অনেকেই। ভোট পরবর্তী হিংসার জেরে রাজ্যের ১৩৩ জন গৃহ হারা হয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী রাজ্য আসামে। এমনই ট্যুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে প্রায় ৬০০০ বুথে সন্ত্রাস হয়েছে। তিনি এই ৬০০০ বুথে পুনর্নির্বাচনের আৰ্জি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন এই আবেদনে সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে সুবিচারের আসায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছে। আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

Related posts

Leave a Comment