সংবাদ কলকাতা: এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দোপাধ্যায়। কয়লা, গরু, বালি ও নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেলেন না রাজ্যের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, পূর্বেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। তিনি অভিষেককে উদ্দেশ্য করে বলেন, তদন্তে সহযোগিতা করতে তাঁর অসুবিধা কোথায়। তিনি নির্দেশ দেন, ইডি ও সিবিআই যতবার ডাকবে, তদন্তে সহযোগিতা করার জন্য অভিষেককে ততবার যেতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলার শুনানিতে আজ হাইকোর্টের নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত।
সূত্রের খবর, এরপর অভিষেক বন্দোপাধ্যায়ের বাঁচার আর কোনও পথ খোলা থাকল না। তাহলে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক?