আজ সোমবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে। গত ৩ নভেম্বর মামলাটি শেষবার কোর্টে উঠেছিল। স্পেশাল লিভ পিটিশন দাখিল করে ২০২২ সালের অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ডিএ সংক্রান্ত মামলার রায়টিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১০বার মামলাটি সুপ্রিম কোর্টে উঠলেও বিস্তারিত শুনানি হয়নি একবারও। এই মামলাটি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও হৃষীকেশ রায়ের ৬০ নম্বর তালিকায় রয়েছে। ডিএ মামলার সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা আশা করছেন, এবার মামলাটির বিস্তারিত শুনানি হবে।
