খাম্মাম, ৩ নভেম্বর: মদ্যপ ছেলের উপদ্রব সহ্য হচ্ছিল না। শেষে নিজের ছেলেকেই খুন করাল বাবা-মা! এজন্য সুপারি কিলারের পিছনে ৮ লক্ষ টাকা খরচ করেছে অভিযুক্তরা। এই ঘটনায় অভিযুক্ত বাবা-মা সহ পরিবারের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মাম জেলার হুজুরনগর থানায়। ২৬ বছরের মৃত যুবকের নাম ক্ষত্রিয় সাইনাথ।
জানা গিয়েছে, মদ খেয়ে বাড়িতে নিয়মিত উপদ্রব করত ছেলে। ক্রমশ অসহ্য হয়ে উঠছিল বাবা মায়ের কাছে। সেজন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বাবা সাত্থুপাল্লির রাম সিং ও মা রানি বাঈ। আর সেই পরিকল্পনা মতো খুন করে সুপারি কিলাররা। গত ১৮ অক্টোবর গলায় ফাঁস দিয়ে হত্যা করে মুসি নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন দেহটি ভেসে ওঠে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পাশাপাশি একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। সেই তদন্তের সময় সাইনাথকে খুনের ঘটনায় বাবা মা সহ পরিবারের অন্যান্য লোকজনদের যুক্ত থাকার কথা উঠে আসে।
previous post
next post