April 15, 2025
দেশ

সুখবর! আরও ক্ষমতা বাড়ল ISRO-র

সংবাদ কলকাতা: কেন্দ্রীয় সরকার ফের ক্ষমতা বাড়াল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার(ISRO)। এর ফলে এবার থেকে
সলিড প্রপেলান্ট উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও পরিবহনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে ইসরো।

এর আগে, ISRO-কে ‘পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন’ (PESO) থেকে লাইসেন্স নিতে হত। এখন আর তা নিতে হবে না ইসরোকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ISRO-কে বিস্ফোরক বিধি, ২০০৮-এর সমস্ত নিয়মের প্রয়োগ থেকে অব্যাহতি দিল কেন্দ্র। তবে শর্তানুযায়ী, বিস্ফোরক তৈরি, সঞ্চয়, পরিবহন এবং ব্যবহারের জন্য ISRO-কে ‘স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ এক্সপ্লোসিভস কমিটি’র নির্দেশিকা অনুসরণ করতে হবে।

Related posts

Leave a Comment