April 12, 2025
রাজ্য

সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

সংবাদ কলকাতা: সন্দেশখালিতে নারীর সম্ভ্রম ভুলন্ঠিত। নারকীয় ঘটনার প্রতিবাদরত বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির জেলা নেতৃত্বের! এদিন বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসে আসার পথে প্রথম পুলিশের ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। দ্বিতীয় ব্যারিকেডের সামনে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পুলিশ কমিশনার অফিসের সামনে জিটি রোডের উপর পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়। উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকরা।

Related posts

Leave a Comment