19 C
Kolkata
December 23, 2024
জেলা

সিভিল ডিফেন্সের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশিক্ষিত হয়েও তাঁদের কাজ জোটেনি। অথচ কোনও বিপর্যয় মোকাবিলায় তাঁরা জীবন বাজি রেখে মুখ বুজে কাজ করে যান। দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের কর্মসংস্থানের দাবি নিয়ে বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন। বিভিন্ন নেতার সহযোগিতা প্রার্থনা করেছেন। শেষ পর্যন্ত হতাশ হয়ে সংবাদ মাধ্যমের সহযোগিতা প্রার্থনা করেন 0অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ বসাক। ধূপগুড়ি উপনির্বাচন উপলক্ষে ডাউকিমারিতে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আমাদের প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বিষয়টি তুলে ধরলে তিনি এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।

Related posts

Leave a Comment