November 2, 2025
কলকাতা

সিবিআই নোটিস পাইনি, দাবি সুজিত বসুর

সংবাদ কলকাতা, ৩১ আগস্ট: দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করেছিলেন সিবিআই-এর আধিকারিকরা। নিজাম প্যালেসে আজ, পুরসভার নিয়োগ দুর্নীতি কান্ডে। তবে এর আগে বারংবার দমকলমন্ত্রী দাবি করেছেন, তিনি এই সংক্রান্ত বিষয়ে কোনও নোটিশ পাননি। যার দরুণ আজ তিনি নিজাম প্যালেসেও হাজিরা দেননি।

তাই আজ, বৃহস্পতিবার দুপুর দুটোর সময় লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে দমকলমন্ত্রী জানান, “আপনারা বলতে পারেন, যদি এজেন্সির মাধ্যমেই নোটিসটা এসেছে, এজেন্সি তো তাহলে সাড়ে এগারোটায় আজকে আসেনি। তাহলে একটা ফেক নিউজ কেন? আমি তো কারও সাথে শত্রুতা করিনি।’

পাশাপশি, এদিন তিনি বলেন, ‘যেদিন যদি কোনও খারাপ কাজে দেখবেন সুজিত বোস যুক্ত হয়েছে, কাউকে বলতে হবে না। সুজিত বোস নিজে সরে যাবে।’

Related posts

Leave a Comment