সংবাদ কলকাতা: নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই সিটের মাথায় অশ্বিন সিংভিকে বসিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, নিয়োগ মামলার যেন সারদা নারদার মত পরিণতি না হয়। শুক্রবার নিয়োগ মামলায় সিবিআই সিট ভেঙে দিয়ে নতুন করে অশ্বিন সিংভির নেতৃত্বে নতুন সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজন্য আগামী ২১ দিনের মধ্যে ৫৪২ জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।পাশাপাশি, পূর্বের সিটের চার জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি সুপার পদমর্যাদার অংশুমান সাহা এবং ইন্সপেক্টর পদমর্যাদার বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠি এবং ওয়াসিম আক্রম খানকে।
এরপর বিচারপতি বলেন, আমি এমন একজনকে দায়িত্ব দিতে চাই যিনি রাজ্যের ভৌগোলিক সীমানা জানেন। তারই পরিপ্রেক্ষিতে অশ্বিন সিংভিকে দায়িত্ব দিয়ে বলেন, নিয়োগ মামলার পরিণতি যেন সারদার মত না হয়।