সংবাদ কলকাতা: এবার সিবিআই-এর বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের স্ত্রী রেশমা বিবি। লালন শেখের গ্রেপ্তারের পর তার বাড়ি সিল করেছিল সিবিআই। সেই সিল করা বাড়ি থেকেই অনেক দামী জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ করেন রেশমা। এবং সেই চুরির দায় সিবিআইয়ের উপর চাপিয়েছেন তিনি। রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী।
উল্লেখ্য, সিবিআই হেফাজতে থাকাকালীন অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে লালন শেখের। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারক সিল করা বাড়ি খুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সিবিআই বাড়ি খুলতে গিয়ে বলেন, তাঁরা চাবি হারিয়ে ফেলেছেন। তারপর তালা ভেঙে ঘরে ঢোকেন আধিকারিকরা। কিন্তু ঘরে ঢোকার পর দেখা যায়, ঘরের সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে। চুরি হয়েছে সিসিটিভি-র হার্ডডিস্ক সহ আরও অনেক গুরুত্বপূর্ণ নথি।
এছাড়াও লালনের স্ত্রী বলেন, ঘরের আলমারি ভেঙে লক্ষাধিক টাকা চুরি করা হয়েছে। ইতিমধ্যে লালন শেখ মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিআইডি। সিআইডি-র তরফ থেকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে সিবিআইকে। জানতে চাওয়া হয়েছে, লালনের নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন এবং কোন কোন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।