সংবাদ কলকাতা: কিছুদিন আগেই পাঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছিল সিধু মুসেওয়ালা খুনের মুল চক্রী সতিন্দরজিৎ সিং ব্রারকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন মুলুকে। কিন্তু কয়েকদিন পরেই সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তিনি গ্রেপ্তার হননি। একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেই নেই। তাই যুক্তরাষ্ট্র থেকে আমার গ্রেপ্তারের কোনও প্রশ্নই ওঠে না।
যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে মুখ খোলেনি পাঞ্জাব পুলিশ। এই বিষয় নিয়ে পাঞ্জাব পুলিশকে দ্রুত জবাব দিতে বলেছে আকালি দল। এমনকি এও বলা হয়েছে, ভিডিওতে যাকে দেখা গিয়েছে সে আসলে ব্রার কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে। পাশাপাশি বলা হয়েছে, ব্রার যদি গ্রেপ্তার হয়ে থাকে তবে কবে এবং কীভাবে তাকে দেশে ফেরানো হবে, সে ব্যপারে যেন নিশ্চিত করে সরকার। প্রসঙ্গত, পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রার গ্রেপ্তারের খবর কিভাবে মিথ্যা হল সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
next post