সংবাদ কলকাতা: তিনি ভারতে এসেছেন বহুবার। একসময় কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দাপিয়ে বেড়িয়েছেন। সেই বিখ্যাত “সিটি অব জয়” খ্যাত সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের জীবনাবসান ঘটল। ফরাসি সাহিত্যিক ল্যাপিয়ের মৃত্যকালে বয়স হয়েছিল ৯১ বছর।
গতকাল, রবিবার রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডমিনিক-এর মৃত্যুর কথা জানিয়েছেন তাঁর স্ত্রী। ১৯৩১ সালের ৩০ শে জুলাই ক্যাথোলিয়নে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হল “ইস প্যারিস বার্নিং?” প্রায় ৫০ কোটি মানুষ তাঁর এই বইটি কিনেছেন। ১৯৮৫ সালে কলকাতা ঘুরে তিনি লেখেন, “সিটি অব জয়”। যার প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছিলেন একটি রিক্সা চালকের কাহিনী। এই উপন্যাসটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
previous post