আজ শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেড়াবেড়ী অঞ্চলের পূজোর দেওয়ার পর চৌখণ্ডিপোঁতা নিবাসী মানিক বাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি।এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মিলিত হলেন। এর পাশাপাশি ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবার অহোবান জানান। এদিনের প্রচারে প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন। হুগলির সিঙ্গুর বিধানসভার ও হুগলির হরিপাল বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও করবী মান্না সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।