November 1, 2025
রাজ্য

সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পা বান, ভয়াল রূপ তিস্তার

বিশেষ সংবাদদাতা, গ্যাংটক ও শিলিগুড়ি: সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টি। সেই কারণে হড়পা বানে ধ্বংসলীলা সিকিম জুড়ে। প্রসঙ্গত জানা গিয়েছে, মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে সিকিমের অন্তর্গত লোনাক হ্রদে হড়পা বান। বাঁধ ভেঙে জল চলে যায় তিস্তা নদীতে। যার কারণে ব্যাপক জলস্ফীতি তিস্তায়। ধ্বংসলীলা চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে। একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন ২৩ জন সেনা জওয়ান। সিকিমের সিংতামের বারদাংয়ে ছিল সেনা ছাউনিটি। এখনও তাঁরা নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে সিকিমের বহু এলাকায়। তিস্তার জল প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের বহু অংশ ভেঙে ভেসে গিয়েছে। তিস্তার এই ভয়াল রূপ দেখে শিহরিত মানুষ। সিকিমের বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত তিস্তার গতিপথে রয়েছে গজলডোবা ব্যারেজ, দোমোহিনী, জলপাইগুড়ি ও মেখলিগঞ্জ অঞ্চলে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এই জায়গাগুলিও প্লাবিত হতে পারে। সিকিমে তিস্তার জলস্তর বাড়ায় কপালে চিন্তায় উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ির সমতল এলাকায় হু হু করে প্রবেশ করছে তিস্তার জল। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এই জেলা।

ইতিমধ্যে জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চপদস্থ আমলা ও বর্ষীয়ান মন্ত্রীরা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। মুখ্যসচিবকে পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে সিকিমে আটকে রয়েছে প্রায় ২০০ জন পর্যটক। তাঁদের সকলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, তাঁদের পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে। নবান্ন সূত্রে এমনটাই খবর।

Related posts

Leave a Comment