24 C
Kolkata
April 17, 2025
কলকাতা

সিএএ কার্যকর হবে, মতুয়ারা নাগরিকত্ব পাবেন: শুভেন্দু

বনগাঁ, ২৬ নভেম্বর: শুক্রবার ঠাকুরনগর বাজার সংলগ্ন ফুটবল খেলার ময়দানে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া ছিলেন সাংসদ জয়ন্ত রায়, অসীম সরকার, অশোক কীর্তনীয়া সহ আরও অনেকে।

সভা শুরুর আগেই শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। সেখানে তিনি হরিমন্দিরে পুজো দেন। তারপর প্রায় দশ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করার পর মূল সভামঞ্চে আসেন। বাড়ি থেকে বেরিয়ে শান্তনু ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, রাজ্যে CAA অবশ্যই প্রয়োগ হবে। তাছাড়াও ডেডলাইন ডিসেম্বর নিয়ে সোচ্চার হন তিনি। বলেন, ডিসেম্বর মাসেই রাজ্য সরকারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে জনগন।

এরপর জনসভার মঞ্চে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। ঠাকুরনগরের পুণ্য ভূমিকে প্রণাম জানিয়ে তিনি ঠাকুর পরিবারের অতীত আন্দোলনের ইতিহাস নিয়ে স্মৃতিচারণা করেন। তারপর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তিনি বলেন, CAA দেশের পার্লামেন্টে পাশ হওয়া একটি আইন। পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশে কার্যকর হবে। কেউ আটকাতে পারবে না। তিনি সভা থেকে মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, মতুয়া সহ সকল বাংলাদেশী উদ্বাস্তু হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন।

Related posts

Leave a Comment