সিউড়ি: প্রায় দশ বছর ধরে সিউড়ির পার্শ্ববর্তী কালীপুর গ্রামে আয়োজন করা হচ্ছে বিশেষ নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসেন কালীপুরের যদুরায় স্কুলের পাশে থাকা গোল বাড়িতে। তিন দিন ধরে তাঁরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে থাকেন। গান-বাজনা বলতে মূলত লোক সংস্কৃতি উৎসব। যেমন বাউল গান, রায়বেশে ইত্যাদি তুলে ধরা হয়।
সম্প্রতি দিন দুয়েক ধরে শুরু হওয়া এই অনুষ্ঠানে রবিবার গ্রামের ছোট ছোট বাচ্চাদের আতপ চালের ভাত করে খাওয়ানো হয়। একেই মূলত নবান্ন উৎসব বলা হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশে এই নবান্ন উৎসব পালনের ক্ষেত্রে কোনও রকম বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করা হয় না। এমনকি আলোর জন্য বিদ্যুৎ ছাড়ায় লন্ঠন ইত্যাদি জ্বালিয়ে রাখা হয়। যা আগেকার দিনে মানুষেরা ব্যবহার করতেন। বর্তমান আধুনিক যুগে যখন আগেকার দিনের সমস্ত কিছু হারিয়ে যেতে বসেছে, সেই সময় কালিপুরের এই নবান্ন উৎসব আলাদা মাত্রা এনে দেয় প্রতিটি মানুষের মধ্যে।
previous post
next post
