প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, সিউড়ি: সিউড়ি থানার অন্তর্গত শালবনি গ্রামে ছবিলা খাতুন নামে এক লেডি কনস্টেবলের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি বৃদ্ধাশ্রম। যেখানে অসহায় মায়েদের মাথা গোঁজার ঠাই করে দেওয়া হয়েছে। এই বৃদ্ধাশ্রমটির নাম দেওয়া হয়েছে স্বপ্নপুরী এক্সপ্রেস। যাতে করে এখানে আসা বৃদ্ধ মায়েরা তাঁদের ভেঙ্গে যাওয়া স্বপ্ন নতুন করে দেখতে পারেন।
লেডি কনস্টেবল ছবিলা খাতুন এই বৃদ্ধাশ্রমটি তৈরি করার জন্য নিজের যে একটি চারচাকা গাড়ি ছিল, তা বিক্রি করে দেন। সেটি বিক্রি করে তিনি প্রথম এই জায়গাটি কেনেন। এরপরই বীরভূম জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকদের সহযোগিতায় এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন।
এখানে মোট ২৫ জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।তবে বর্তমানে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে না পারার কারণে সোমবার ১০ জনকে এখানে জায়গা করে দেওয়া হয়। খুব তাড়াতাড়ি আরও ১০ জন এবং পরে আরও পাঁচজনকে জায়গা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।