27 C
Kolkata
August 1, 2025
জেলা

সালানপুরে বাইক দুর্ঘটনায় তৃণমূল নেতার ছেলের রহস্য মৃত্যু

আসানসোল, ৩১ আগস্ট: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সালানপুর থানা এলাকায় চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার রামডি এলাকায়। মর্মান্তিক দুর্ঘটনায় যে যুবক প্রাণ হারালেন, সে আর কেউ নয়, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম সদস্য মহম্মদ আরমানের ছোট ছেলে মহ: শাহনওয়াজ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর সালানপুর পুলিশ এসে ওই মৃত যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সম্পর্কে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে ৬ টা নাগাদ আসানসোল থেকে রূপনারায়ণপুরের দিকে ফেরার পথে চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার দেন্দুয়ার পরে রামডি মোড়ে শাহনওয়াজের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে।

কিছুক্ষণের মধ্যেই পথ চলতি মানুষজন তাঁকে পড়ে থাকতে দেখে, সালানপুর পুলিশকে খবর দিলে জেমারির দিক থেকে আসা পেট্রলিং ভ্যান দুর্ঘটনাগ্রস্ত যুবককে অ্যাম্বুলেন্সে চাপিয়ে আসানসোল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ওই যুবকের পরিবারকে এই দুর্ঘটনার খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পরিবারের লোকজন এসে পৌঁছান। তবে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে মর্মান্তিক এই ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বহু মানুষ হাসপাতালে ছুটে যান। ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী, রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি ও তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যয়, সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে।

তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভবত কোনও চার চাকা গাডি়র সাথে শাহানওয়াজের বাইকের সংঘর্ষ হয় বলে অনুমান করা হচ্ছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment