মধ্য হাওড়া জনকল্যাণ সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা। প্রয়াত ক্যারম খেলোয়াল আবদুল লতিফের স্মৃতিতে হাওড়া ২৯ ইঞ্চি ক্যারম অ্যাকাডেমি এই প্রতিযোগিতা আয়োজন করেছিল। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও অফিস ক্লাবের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন।
হাওড়ার প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র প্রতিযোগিতার সূচনা করেন। হুগলি জেলার চন্দন চৌধুরি ও ছোট্টু মণ্ডল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হন শুভ সরকার ও দীপ ঠাকুর। তৃতীয় স্থান পেয়েছেন হাওড়ার সৌমেন্দ্রনাথ দে ও সবুজ হালদার। রাজ্য ক্যারম সংস্থার সভাপতি দেবাশিস চৌধুরি, সচিব দিব্যেন্দু সিমলাই, সৌমেন্দ্রনাথ দে ও সবুজ হালদার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
previous post
next post