29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল হাইকোর্ট

সংবাদ কলকাতা: কুণাল ঘোষের বিদেশ যাত্রায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ তৃণমূল মুখপাত্রকে এই অনুমতি দিয়েছে।

কুণাল ঘোষ সারদা মামলায় অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ দিন জেল খেটেছিলেন। এরপর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত। সেই শর্তের মধ্যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। ২০১৬ সালে জামিন পান কুণাল। এরপর কেটে গিয়েছে প্রায় দীর্ঘ ৬ বছর। সম্প্রতি বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২ জানুয়ারি সেই মামলার প্রথম শুনানি হয়। আদালত জানতে চান, ৬ বছর পর হঠাৎ বিদেশ যেতে চেয়ে আবেদন কেন? জবাবে কুণাল বলেন, ‘এত দিন বিদেশ যাওয়ার দরকার পড়েনি। সিঙ্গাপুর থেকে একটি আমন্ত্রণ এসেছে। সেখানে যাওয়ার দরকার বলেই আবেদন করেছি।’

জানা গিয়েছে, সিঙ্গাপুরের একটি পলিটেকনিক কলেজের অনুষ্ঠানে যোগ দিতে চান কুণাল ঘোষ। সেইজন্য পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে বলে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন তিনি। শেষমেশ তার সেই আবেদনে সাড়া দিল উচ্চ আদালত। আগামী ১৬ই জানুয়ারি বিদেশ যেতে পারবেন তিনি। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে শর্তসাপক্ষে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। ৩১ জানুয়ারি বিদেশে তাঁর সেই কর্মসূচি শেষ হবে। সেজন্য বিদেশ থেকেই ফিরে এসেই পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে।

যদিও সিবিআই কুণালের এই আবেদনের তীব্র বিরোধিতা করে। তাঁর বিদেশ যাত্রায় একাধিক আপত্তির কথা জানায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, সারদা কাণ্ডের অন্যতম চক্রান্তকারী কুণাল। এই আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। সেজন্য কুণাল ঘোষকে বিদেশ যাত্রায় অনুমতি দেওয়া উচিত নয়। যদিও সিবিআই-এর সেই আপত্তি না শুনে অনুমতি দিয়ে দিল আদালত।

Related posts

Leave a Comment