32 C
Kolkata
April 15, 2025
দেশ

সামনেই বিধানসভা নির্বাচন, ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার প্রচারে শুভেন্দু ও মিঠুন

mithun and suvendu

আগরতলায় : আগামী ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে বর্তমানে ত্রিপুরায় আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দিল্লির নির্দেশে সেখানে যাচ্ছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরা যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে ত্রিপুরা সফর নিয়ে কোনও কথা বলতে চাননি তিনি। শুধু বলেন, দিল্লি থেকে নির্দেশ এসেছে তাই তিনি ত্রিপুরা যাচ্ছেন।

এরপর প্রজাপতি সিনেমা নিয়ে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, এই সব এলি-তেলি গঙ্গারামদের কথার উত্তর তিনি দেন না। তারপর তিনি বলেন, তোরা তো অনেক আগে থেকেই আমার TRP নষ্ট করার চেষ্টা করেছিস। পেরেছিস কি? চ্যালেঞ্জ থাকল আমার মৃত্যুর আগে পর্যন্ত পারবি না।

উল্লেখ্য, দেব মিঠুন অভিনীত প্রজাপতি সিনেমা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, দেব ভালো ছেলে, শুধু মাত্র মিঠুনের জন্যই সিনেমাটি ফ্লপ হবে। যার জবাব দিয়েছেন দেব। তিনি বলেন, প্রয়োজনে মিঠুনদার সঙ্গে আবার সিনেমা করবেন। আমার কাছে দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।

প্রসঙ্গত মঙ্গলবার মিঠুন চক্রবর্তী পৌঁছলেন আগরতলায়। বুধবার তিনি যোগ দেবেন ত্রিপুরার জনবিশ্বাস যাত্রায়। যে জনবিশ্বাস যাত্রার সূচনা করেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই যাত্রায় শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই তিন বিজেপি নেতাকে এক সাথে না দেখা গেলেও তাঁরা বিকালে এক জায়গায় মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

Related posts

Leave a Comment