April 12, 2025
জেলা

সাত সকালে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ধূপগুড়ির দুই খেলোয়াড়

ধূপগুড়ি: অল্পের জন্যে প্রাণে বাঁচলেন দুইজন খেলোয়াড়। প্রতিদিনের মতো আজ সকাল ৫টা নাগাদ ধূপগুড়ির দুই খেলোয়াড় শরীর চর্চার জন্য এশিয়ান হাইওয়ের ৪৮নং ধরে ধূপগুড়ি ফুটবল খেলার মাঠে যাচ্ছিলেন অনুশীলনের জন্য। আচমকা দ্রুত গতিতে ছুটে আসা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান রেলিং এর উপরে উঠে যায়। পিক আপ ভ্যানটি আসাম থেকে দিনাজপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন দুই খেলোয়াড়। প্রত্যক্ষদর্শী গগন রায় জানান, দ্রুত গতিতে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান গয়ের কাটার দিক থেকে ধুপগুড়ি যাওয়ার পথে রেলিং-এ এসে ধাক্কা মারে। ঘটনায় সামান্য আঘাত পান চালক। খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ির ট্রাফিক পুলিশ। তারা ঘাতক গাড়িটিকে আটক করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment