সাগরদিঘীর কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তা, ঘাটের। আর সেই রাস্তার দাবি তুলে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমানের সামনেই বিক্ষোভ দেখালেন কাবিলপুর বটতলা মোড়ে, তাঁদের দাবি আগে রাস্তা পরে ভোট, সাগরদিঘী ব্লকের প্রতিটা অঞ্চলের রাস্তা ভালো থাকলেও কবিলপুরের রাস্তা একেবারে বেহাল, বার বার জানানো হলেও সেই বেহাল রাস্তা এখনো সংস্কার হয়নি, সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে , বুধবার ভোট প্রচারে সাগরদিঘীর কাবিলপুরে আসেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, আর সেখানেই কাবিলপুরের রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কাবিলপুরের বাসিন্দারা।
এ বিষয়ে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমান জানান এই রাস্তার কাজটা অনেক আগেই হওয়া দরকার ছিল, আমাকে জানিয়েছে এলাকাবাসী লোকসভা ভোট শেষে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা পুনঃনির্মাণ করা।
