সংবাদ কলকাতা: সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিছু দিন আগে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী তথা সাগর দিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে শূন্য পড়ে আছে আসনটি। তারই মধ্যে মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। সোমবারে দুপুর ১২ টা নাগাদ অনুষ্ঠিত হয় প্রশাসনিক সভা।
এই সভা থেকে তিনি আরও একবার কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যে বর্তমানে কোথাও চকলেট বোমা ফাটলেও এনআইএ ছুটে আসছে। তিনি আরও বলেন, বর্তমানে বিজেপিকে একটি পিঁপড়ে কামড়ালেও কেন্দ্র লোক পাঠাচ্ছে। এমন কি তাদের ঘরে যদি জোনাকি পোকা ঢোকে, তাও কেন্দ্র লোক পাঠাচ্ছে। আমি কোনও বদলা চাইছি না। আমি এর বদল চাই।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রবিবার ছুটির দিনেও দলীয় কর্মীদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা। সরকারী আধিকারিকদের ছুটিও বাতিল করা হয়েছিল।
সোমবার সেই সব প্রশাসনিক সভা থেকেই তিনি বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা তুলে দেন সাধারণ মানুষের হাতে।
previous post
next post