28 C
Kolkata
April 6, 2025
দেশ

সাংসদ পদ ছাড়তে চাইলেন মিমি, স্ট্যান্টবাজি বলল বিজেপি

সংবাদ কলকাতা: নায়ক দেবের পর এবার সাংসদ পদ ছাড়তে চাইলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যে তিনি দুটি সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন। এবার সাংসদ পদ ছাড়তে চাওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। অনেকে বলছেন, দেবের মতো স্ট্যান্টবাজি করে ফের আবার ফিরে আসবেন সাংসদ পদে।

তবে এব্যাপারে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, ‘রাজনীতি আমার জন্য নয়, আর প্রার্থী হতে চাই না।’ প্রথমে ছেড়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ। তারপর ছেড়েছেন সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ ।

বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মমতার ঘরে বৈঠক করার পর সাংবাদিকদের জানান, ‘সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। ইস্তফাপত্র তুলে দিয়েছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেটি নেত্রী গ্রহণ করার পর লোকসভার অধ্যক্ষের কাছেও জমা দেব।’

এদিকে মিমির এই অবস্থানকে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। তাঁর এই সাংসদ পদ ছাড়তে চাওয়াকে দর বাড়ানোর সামিল বলে বর্ণনা করেছে গেরুয়া শিবিরের একাংশ। অনেকে বলেছেন, সারা বছর সাংসদ পদে থেকে সরকারি সুবিধা ভোগ করেছেন। এখন সাংসদ পদ ছাড়তে চাওয়াটা নাটক ছাড়া আর কিছুই না। কয়েকদিন পরে দেখা যাবে, নিজের দর বাড়িয়ে নিয়ে ফের প্রার্থী হওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবেন।

Related posts

Leave a Comment