সংকল্প দে, সাঁইথিয়া, ১৮ ডিসেম্বর: বীরভূম জেলার সাঁইথিয়ায় আজ সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হল। পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি, কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে আজ সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষান মোর্চার ডাকে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্বে জেলার কর্মী-সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুর শহরে একটি পদযাত্রা হয়। পরে শুভেন্দু অধিকারীকে কৃষক সমাজের ব্যবহৃত লাঙ্গল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি বলেন, কৃষকদের নামে ভুয়ো একাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্যবীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে দাবি করেন। আগামী দিনে এই চোর তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি।
previous post
next post