সংবাদ কলকাতা :ফের সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে হদিশ পেল পুলিস। ধৃত ১১জন,উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।
গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেক সেক্টর ফাইভের একটি কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। ওই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ফোন করা হতো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। নিজেদেরকে নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশিদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস ১১ জনকে গ্রেফতার করলেও এই চক্রের মূল পান্ডা পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিস।