সংবাদ কলকাতা: ফের ডেঙ্গুতে মৃত্যু। মৃতের নাম প্রতিমা মন্ডল(৫২)। তিনি সল্টলেকের ১১৫ দত্তাবাদ মেন রোডের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল বুধবার বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রতিমা মন্ডলকে। ঘটনার চার দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগা সল্টলেক এই ব্লকের বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গুর কারণে।
বিধাননগর মহকুমা হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল ৭:৫০ নাগাদ মারা যান প্রতিমা দেবী। এই ঘটনার পর দত্তাবাদের বাসিন্দারা জানান, বিধাননগর পৌরসভার তরফ থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না। বিভিন্ন জায়গায় নোংরা, আবর্জনা পড়ে থাকে। বেশ কয়েক জায়গায় রাস্তা খারাপ হওয়ার কারণে জল জমে থাকে। সেই জমা জল থেকে ডেঙ্গুর লার্ভা জন্মায়। সেখান থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে সল্টলেকে। ডেঙ্গুর কারণে দুই জনের মৃত্যু হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার তেল এবং ব্লিচিং পাউডার ছড়ায়। কিন্তু মানুষ নিজে সচেতন নয়। সেই কারণে সল্টলেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই মুহূর্তে বিধাননগর পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০০।
previous post