November 2, 2025
কলকাতা

সল্টলেকের তিনটি ওয়ার্ডের ৭৫ হাজার বাসিন্দার জন্য পরিস্রুত জলের ব্যবস্থা থাকলেও, বরাদ্দ রয়েছে ৬২ কোটি বাসিন্দা

পানীয় জল হিসাবে সল্টলেকের বেশিরভাগ মানুষ পরিস্রুত মিষ্টি জল সবসময় পেয়ে থাকেন। কিন্তু এই জল সল্টলেকের সব ওয়ার্ডের মানুষের কাছে এখনো পৌঁছায়নি। বিধাননগর পুরসভার অন্তর্গত সল্টলেকের ২৮, ৩৫,এবং ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পরিষ্কার পানীয় জল টুকু থেকে তারা বঞ্চিত। তারফলে এখানকার মানুষ জনেদের বাধ্য হয়ে ভূগর্ভস্থ পানীয় জল পান করতে হয়। এই অঞ্চলের বাসিন্দারা সামান্য পানীয় জল টুকু না পাওয়ার কারণে ক্ষুব্ধ।

Related posts

Leave a Comment