November 2, 2025
বিদেশ

সলোমন দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা

হোনিয়ারা, ২২ নভেম্বর: প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে তীব্র ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.০। যদিও এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবুও ভূ-কম্পবিদরা এটিকে শক্তিশালী ভূমিকম্পের অন্তর্ভুক্ত করেছেন। ভূমিকম্পের উৎসস্থল এখনও জানা না গেলেও উপকূলের প্রায় ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুভূত হয়েছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। যার প্রভাবে মৃত্যু হয়েছে ১৬২ জনের এবং আহত হয়েছে প্রায় ৭০০ জন।

অন্যদিকে সলোমন আইল্যান্ডস মেটিওরোলজিক্যাল সার্ভিসের দাবি আপাতত সুনামির কোনও সতর্কতা নেই। তবে উপকূলীয় এলাকায় অস্বাভাবিক সমুদ্র স্রোত সম্পর্কে সতর্ক করা হয়েছে।

Related posts

Leave a Comment