মুম্বই, ১৪ এপ্রিল: বলিউড অভিনেতা সলমান খানকে ফের টার্গেট করল বিষ্ণই গ্যাং। আজ ভোর ৫ টা নাগাদ দক্ষিণ মুম্বাইয়ে বান্দ্রাক পশ্চিম দিকের বাড়িতে হামলা চালায় ২ দুষ্কৃতী। তার বাড়িকে লক্ষ্য করে কমপক্ষে তিন চারটে গুলি চালায় ওই আততায়ীরা। ঘটনার তদন্তে গিয়ে মুম্বই পুলিশের দুর্নীতি দমন শাখা বিষয়টি প্রত্যক্ষ করে। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও এই হামলার দায় স্বীকার করে নিয়ে সলমানকে একটি হুমকি চিঠি পাঠায় বিষ্ণই গোষ্ঠী। সেই হুমকি চিঠিতে সলমনের উপর বড় সড় হামলার ইঙ্গিত দেওয়া হয়।
গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণই যে ১০ জনকে ‘খতম তালিকা’য় রেখেছেন, তাঁদের মধ্যে প্রথমেই রয়েছে সলমনের নাম। তারপর থেকেই সলমনকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার। এবার অভিনেতার প্রায় বাড়িতে হামলা চালায় তাঁরা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়ায় সলমান খানের। অভিযোগ, একটি অভয়ারণ্যে সলমান সহ আরও কয়েকজন সহ শিল্পীরা বন্দুক দিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা করছিলেন। এরপর তাঁদের বিরুদ্ধে বন্য প্রাণী হত্যার দায়ে অভিযোগ দায়ের হয়। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। পাশাপাশি, ঘটনার পর বিষ্ণই গোষ্ঠী সলমান ও তাঁর বাবা সেলিম খানকে বারবার হুমকি দেয়। সেজন্য মুম্বই পুলিশের তরফে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। এমনকি সলমন আত্মরক্ষার তাগিদে সম্প্রতি একটি দামি বুলেট প্রুফ জ্যাকেটও কিনেছেন।
কিন্তু বিষ্ণই গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এখন জেলে। তা সত্ত্বেও বিন্দুমাত্র দাপট কমেনি বিষ্ণই গ্যাংয়ের। আজ হামলার পর লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই সামাজিক মাধ্যমে সলমনকে হুমকি দিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে কার্যত আজ ভোর বেলায় বলিউড অভিনেতার বাড়িতে গুলির দায় স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘‘আমাদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক মাত্র সলমন খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, তাদের নামে দু’টি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রী রাম।’’