November 1, 2025
সাহিত্য

সর্বপল্লী

দীননাথ চক্রবর্তী

মেঘ আসার দিন?
সেদিনও ছিলাম
বরং একটু বেশী রকম ।

বৃষ্টি বাদল?
সেদিনও ছিলাম একা একা দুরু দুরু .,.

ঝড়ের রাতে?
সেদিনও ছিলাম
বুকের রক্তে আগলে সবে।

তারপর?
গল্প কথা উঠলো ভরে
সবুজ শুধু সবুজ জুড়ে।

ফললো ফসল?
ভীষণ ভীষণ দুচোখ জুড়ে
অঙ্গে অঙ্গে দোদুল দুলে।

তুললো ফসল?
নেপো বর্গী রঙ মিলান্তি সংস্কৃতি ।

সবাই ভুলে গেল কেমন তবু
বুকেতে আমার সর্বপল্লী।

       

Related posts

Leave a Comment