মিলন খামারিয়া , ২১শে জুলাই, পূর্ব বর্ধমান: গতকাল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আড়াশুল গ্ৰামে ‘গঙ্গাধর সরস্বতী শিশু মন্দির’-এর পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল শিশু দের জন্য। এইদিন শিশু মন্দিরের ৪০ জন ও অনান্য ১৫ জন শিক্ষার্থী মিলিয়ে মোট ৫৫ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় মন্দিরের নিজস্ব ভবনে।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ সমীরণ ধারা ( হোমিওপ্যাথি) ও ডাঃ পবিত্র মণ্ডল ( এলোপ্যাথি)। সম্পূর্ণ বিনামূল্যে এতগুলি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। ডাক্তারবাবুরা স্কুল কর্তৃপক্ষের এই ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করে উনারা ভীষণ আনন্দিত হয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজে আবারও অংশগ্রহণ করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
এই স্বাস্থ্য শিবিরে শিশুরদের অভিভাবক বৃন্দ প্রত্যেকে উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই বিদ্যালয়ের এই ধরনের পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন এবং বছরে দু’তিনবার এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করার আবেদন রেখেছেন।
শিশু মন্দিরের আচার্য প্রমুখ শ্রী রমেশ কোলে জানান যে -” স্বাস্থ্যই সম্পদ। বিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে আর লেখাপড়া করতে গেলে শরীর সুস্থ রাখতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা জানার জন্যই আমাদের আজকের এই আয়োজন। শিক্ষার্থীরা ঘরে তৈরি খাবার যাতে খায় সেদিকে নজর দেবার জন্যও অভিভাবকদের জানিয়েছেন ডাক্তারবাবুরা। শরীর গঠনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করাও ভীষণ প্রয়োজন। শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের উপর নজর রাখার জন্য আমরা এমন স্বাস্থ্যশিবির ভবিষ্যতেও আয়োজন করব।”
এদিনএই শিবিরে আগত ডাক্তারবাবুদের ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয়। এই শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু মন্দিরের শুভাকাঙ্ক্ষী ও পরিচালন সমিতির সদস্য সুজিত কাপাসী।