32 C
Kolkata
April 27, 2025
জেলা দেশ রাজ্য

সরকারি গেষ্ট হাউসে রাহুল গান্ধীকে মধ্যাহৃভোজ করার অনুমতি দিল না প্রশাসন

মালদা: সরকারি গেষ্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গাঁন্ধীকে মধ্যাহৃভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা।

আগামী ৩১জানুয়ারী বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। দুপুর বেলা এই যাত্রা পৌঁছবে ভালুকা এলাকায়। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীর মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেষ্ট হাউসে।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই ন্যায় যাত্রা ঘিরে শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে। আর এই কারণেই এধরনের আচরণ করছে। আবেদন করার পর এখনও মেলেনি অনুমতি।

পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, সারা বছর কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে। প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে। এবারও জেগে উঠেছে। সামনে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি এই জানুয়ারি মাসে হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউসগুলিতে সরকারি আধিকারিকরা রয়েছে। হঠাৎ করে রাহুল গান্ধী আসছে বলে গেস্ট হাউস দিতে হবে বললেই তো আর দেওয়া যায় না। কারণ এগুলি আগে থেকেই বুক করা রয়েছে। কংগ্রেসের অভিযোগ করা ছাড়া আর কোনও কাজ নেই।

Related posts

Leave a Comment