সুমন মল্লিক, সংবাদ কলকাতা: এবার সরকারি উকিলদের প্রতি উষ্মা প্রকাশ করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, সরকারি উকিলরা ঠিকমতো কাজ করছেন না বা সওয়াল করছেন না। তাঁরা ঠিকমতো কাজ করলে রাজ্য সরকারের বিরুদ্ধে এত মামলা হত না। তিনি মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও জ্যোতিপ্রিয় মল্লিকদের নিয়ে বৈঠক করেন।সেই বৈঠকে নতুন করে ডেডিকেটেড প্যানেল তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
সম্প্রতি বহু মামলার রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মমতা। লালন শেখ, তপন দত্ত, তপন কান্দু হত্যা মামলা ও এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার রায়ে রাজ্য সরকারকেই বিঁধেছে কলকাতা হাইকোর্ট। এছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া সমস্ত মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে কোর্ট। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার।
এদিকে এই বৈঠকে নতুন বছরে গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। মেলা উপলক্ষে ২২৫০টি সরকারী বাস, ৫৫০টি বেসরকারী বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, ৩২টি ভেসেল, ২১টি জেটি, ১১টি বাফার জোন ও ১০টি পার্কিং জোনেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ১১৫০টি সিসি ক্যামেরা, ২০টি ড্রোন নজরদারি করবে সমগ্র মেলা প্রাঙ্গনে। থাকছে ১০টি ফায়ার স্টেশন, ২৫ টি দমকলের গাড়ি এবং দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ।