বাংলা ছায়াছবি জগৎ যখন আস্তে আস্তে অনেকটাই পিছিয়ে পড়ছে, মন থেকে হারিয়ে যাচ্ছে বাংলা ছায়াছবি। সেই ছায়াছবি কে, ফিরিয়ে আনতে সম্পূর্ণা এন্টারটেইনমেন্টের নিবেদিত বড়োএকা বাংলা ছবি যার শুটিং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় যেমন
নারপুর,পাথরপ্রতিমা,বকখালি,কলকাতা এই ছায়াছবিতে তিনটি গান আছে প্রোযজনা বিশ্বজিৎ ব্যাপারী ও অমিত দাস। পরিচালনায় শুভঙ্কর সরকার এবং বিশ্বজিৎ ব্যাপারী এটি একটি পারিবারিক গল্প নিয়ে তুলে ধরা হবে ।মিউজিক ডিরেক্টর রহিত মিত্র অভিনয়ে শুভঙ্কর সরকার, রিয়া দাস ও পূরবী তা ছাড়াও থাকছে প্রচুর নতুন মুখ আসতে চলেছে। পরিচালনায় বিশ্বজিৎ ব্যাপারী বলেন প্রচুর বাংলা ছায়াছবি আমরা করা হয়েছে এই যে ছায়াছবি করা হচ্ছে সম্পূর্ণা আলাদা যা বড় পর্দায় দেখলে মানুষ একটু হলেও নিজেকে বড়োএকা বলে বিভাজিত করবে। সব পড়ে রইবে, একাই শুধু চলে যেতে হবে। সেটি তুলে ধরা হয়েছে সমস্ত দর্শকদের বলব আপনারা একটিবার হলেও ছায়া ছবিটি দেখুন।