সোনারপুর, ৩১ আগস্ট: সোনারপুরে লাঙলবেড়িয়া সমবায় সমিতির আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ও গ্রাহকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে তাঁরা যাতে বঞ্চিত না হন, সেই বিষয়ে পদক্ষেপ নিল রাজ্য সমবায় দপ্তর। এই ঘটনায় তিনজন অফিসারকে নিয়োগ করা হয়েছে। ২৮ তারিখ এদের নিয়োগ করা হলেও আজই তাঁরা প্রথমবার যান লাঙবেড়িয়া সমবায় সমিতির অফিসে।
গ্রাহকরা ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন। এই ঘটনায় স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীর যুক্ত থাকার অভিযোগ এনেছেন তাঁরা। এইসব বিষয় খতিয়ে দেখতেই দুই কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার মহেশ বাসু ও শেখর দাস এবং কো অপারেটিভ ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তী পুরো বিষয় খতিয়ে দেখা শুরু করেছেন। তাঁরাই পুরো বিষয়টি খতিয়ে দেখে এই ব্যাপারে আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বর্তমান পরিস্থিতিতে সমস্তরকম পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকরা। লক্ষ্মীর ভান্ডারের টাকাও তাঁরা পাচ্ছেন না। ব্যাঙ্কে জমানো টাকা তুলতে পারছেন না। এই ঘটনায় একাধিকবার তাঁরা বিক্ষোভও দেখিয়েছেন। এমনকি এই ঘটনায় ইডি ও সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, এই সমবায়ের পরিচালনার সাথে যুক্ত সকলেই এই পরিস্থিতির জন্য দায়ী।
previous post
next post